Home/news
.

আজ  ১০নভেম্বর, ২০২৫ সকাল ১১.০০ ঘটিকায় পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এর  Intern Doctors Induction Programme & Certificate Distribution of Teaching Methodology Workshop অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা: মো: ইসমাইল পাটওয়ারি, ভিসি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডা: অসুল আহমেদ চৌধুরী, সম্মানিত অতিথি ডা: মো: আব্দুস সালাম, পরিচালক, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল,  অধ্যাপক ডা: মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ, পার্কভিউ মেডিকেল কলেজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক, অধ্যক্ষ , পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট। 

উক্ত অনুষ্ঠানে পার্কভিউ মেডিকেল কলেজের সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপকগন সহ সকল প্রভাষক এবং চিকিৎসকবৃন্দ  উপস্থিত ছিলেন। এছাড়াও পার্কভিউ মেডিকেল কলেজের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।