Home/news
Today, on November 11, 2025, at 11:45 AM, the inaugural ceremony of the Annual Sports Week 2025 of Parkview Medical College, Sylhet was held.

অদ্য ১১ নভেম্বর, ২০২৫ সকাল ১১.৪৫ ঘটিকায় পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট এর  বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৫ এর উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা: মো: বদরুল হক রোকন, চেয়ারম্যান, পার্কভিউ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডা: অছুল আহমেদ চৌধুরী, অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক, অধ্যক্ষ , পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট, অধ্যাপক ডাঃ বেগম লুৎফুন নাহার, একাডেমিক কোঅর্ডিনেটর, অধ্যাপক ডাঃ মো: ছমির উদ্দিন, চেয়ারম্যান, মেডিকেল এডুকেশন ইউনিট, অধ্যাপক ডাঃ শিশির কুমার বসাক, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, অধ্যাপক ডাঃবিধান চন্দ্র দেবনাথ, অধ্যাপক, বায়োকেমিষ্ট্রি বিভাগ, প্রফেসর ডা. খান মো: মোজাম্মেল হোসেন, চেয়ারম্যান, স্পোর্টস কমিটি এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট।

উক্ত অনুষ্ঠানে পার্কভিউ মেডিকেল কলেজের সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপকগন সহ সকল প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পার্কভিউ মেডিকেল কলেজের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।