Home/news
A farewell reception for Principal Professor Dr. Dilip Kumar Bhowmik and a welcome ceremony for the new Principal Professor Dr. Mohammad Shahabuddin of Parkview Medical College, Sylhet was held.

অদ্য ০৬ জানুয়ারি ২০২৬খ্রি: পার্কভিউ মেডিকেল কলেজ পরিবারের এক অনন্য সাধারণ ও আবেগময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, একই মঞ্চে সাজানো হয়েছিলো একটি প্রিয় বিদায়ের করুন সুর এবং একটি নব আগমনের স্বাগতম গান। অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক এর বিদায় সংবর্ধনা ও নতুন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাবুদ্দীন এর বরণ অনুষ্ঠান ।

কর্মজীবনের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, পার্কভিউ মেডিকেল কলেজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়া সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক এর বিদায় উপলক্ষে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে তাঁর কর্মজীবনের গূরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি ভিডিও চিত্রনাট্য উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা পত্র,স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। তাঁর দক্ষতা , দায়িত্ববোধ এবং সদয় ব্যক্তিত্বের অসংখ্য স্মৃতি সহকর্মীরা মঞ্চে আনুষ্ঠানিকভাবে শেয়ার করেন। সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ভৌমিক তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের ভবিষৎ সাফল্য কামনা করে বলেন সকলের ভালোবাসা আমার সাথে থাকবে।

দ্বিতীয়াংশে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয় সদ্য যোগদানকৃত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাবুদ্দীন-কে, তাঁকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি পার্কভিউ মেডিকেল কলেজ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সমর্থন জানানো হয়। সদ্য যোগদানকৃত অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, এই গরিমাময় পরিবারের অংশ হতে পেরে আমি অনুপ্রাণিত ও গর্বিত, সবার সহযোগিতায় ভালো কিছু করবো বলে প্রত্যাশা রাখি।

এই অনুষ্ঠান শুধু একজনের বিদায় ও আরেকজনকে বরণের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না বরং পার্কভিউ মেডিকেল কলেজ- এর ঐক্য, সংস্কৃতি ও মনোবলের একটি জীবন্ত প্রদর্শনী ছিলো। পরিবর্তন সত্ত্বেও এই প্রতিষ্ঠান তাঁর ধারাবাহিকতা বজায় রাখবে বলে সকলের প্রত্যয় ব্যক্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা: বদরুল হক রোকন, চেয়ারম্যান, পার্কভিউ হেলথ কেয়ার (প্রা:) লি:, বিশেষ অতিথি ছিলেন, ব্রিগে: জেনা: আবু নোমান মো: মোছলেহ উদ্দীন, পরিচালক, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, মিসেস, তাহমিন ফারহানা, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, পার্কভিউ হেলথ কেয়ার (প্রা:) লি:, অধ্যাপক ডা: অছুল আহমেদ চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ, পার্কভিউ মেডিকেল কলেজ, , অধ্যাপক ডা: লুৎফে এলাহী ফারুকী, প্রাক্তন বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট। অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাবুদ্দীন- সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমিক কোঅর্ডিনেটর, অধ্যাপক ডাঃ বেগম লুৎফুন নাহার, অধ্যাপক ডাঃ মো: ছমির উদ্দিন, চেয়ারম্যান, মেডিকেল এডুকেশন ইউনিট, অধ্যাপক ডাঃ শিশির কুমার বসাক, অধ্যাপক ডাঃ আলমগীর আহমেদ চৌধুরী, অধ্যাপক ডাঃ পিয়া বিশ্বাস সহ পার্কভিউ মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও চিকিৎসক বৃন্দ।